প্রেস বিজ্ঞপ্তি : মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল বের করেছে ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার বিকেলে মিছিলটি শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গন হতে শুরু হয়ে চৌধুরীবাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
ইসলামী যুবসেনা জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আল্লামা এটিএম নূরউদ্দিন জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সচিব ডাঃ এসএম সারওয়ার, শফিকুর রহমান হোছাইনি, ছাত্রসেনার জেলা সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি কেএম মীর নিজাম উদ্দিন ও মাসুম বিল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, হাফেজ সেলিম, হাফেজ তাজউদ্দিন, ফখরউদ্দিন, সামসুদ্দিন, হাফেজ রোকনুজ্জামান, হাফেজ হাফিজুর রহমান, শওকত, ছনু মিয়া প্রমুখ। সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ রাখা এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ভিতরে রাখার জন্য উদাত্ত আহবান জানান।