এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে আলহাজ্ব মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্র্যাক এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে জাতীয় স্যানিটিশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২২ ইংরেজি উপলক্ষে র্যালী আলোচনা সভা পালন করা হয়েছে।এসময় বিদ্যালয়ের প্রায় ছয়শতাধিক ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ব্র্যাকের উপজেলা ব্যাপী বিভিন্নরকম কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশে ব্র্যাক ওয়াশ কর্মসূচি বাস্তবায়নে স্কুলে ডিং কিং ও ওয়াশ স্টেশনের সেবা গ্রহন ও যত্ন সহকারে ব্যবহারের নির্দেশনা সহ না পরামর্শ মূলক বিষয় আলোচনা করেন।পরবর্তীতে সকল ছাত্রছাত্রী ও স্কুল কমিটির নেতৃবৃন্দ,অ়ভিভাবক প্রতিনিধিগণ সহ নানা গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হ্যান্ড ওয়াশিং ও ডিং কিং স্টেশনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হকসহ ব্র্যাক বিভাগীয় প্রতিনিধি প্রমুখ।