স্টাফ রিপোর্টার :
বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ট পুত্র শেখ রাসের এঁর ৫৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শেখ রাসেল এঁর স্থাপিত অস্থায়ী ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, ,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভার আগে আদর্শ উচ্চবিদ্যালয়ে শেখ রাসেল ল্যাব উদ্বোধন করেন এমপি আব্দুল মজিদ খান।