নিজস্ব প্রতিবেদক :
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্য কে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-রচিত কবিতা, ছড়া ও চিত্রকর্মসহ শেখ রাসেলকে নিয়ে নানা লেখনি স্থান পেয়েছে।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজনসহ দিবসটির তাৎপর্য উল্লেখ করে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরবর্তীতে শেখ রাসেল দিবসকে স্মরণীয় রাখতে বিদ্যালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য যে, শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব বাছাই ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।