নিজস্ব প্রতিবেদক :
জেলা পরিষদের ৬নং ওয়ার্ড শায়েস্তাগঞ্জ উপজেলা। এই উপজেলায় তিনটি ইউনিয়ন, একটি পৌরসভা। মোট ভোটার সংখ্যা ৫৫ জন।
সোমবার সকাল ৯টা থেকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট শুরু হয়। কোন বিরতী ছাড়াই চলে দুপুর ২টা পর্যন্ত। তবে ভোট শুরুর দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার আসতে থাকে। নির্ধারিত সময়ের ঘন্টাখানেক আগেই শতভাগ ভোট সম্পন্ন হয়।
দুপুর আড়াইটার দিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কনিক চন্দ্র শর্মা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সদস্য পদে অটোরিকশা প্রতীকে মোঃ আব্দুল আজিজ ৩৫ ভোট, তালা প্রতীকে মোহাম্মদ জালাল উদ্দিন ১৯ ভোট, হাতী প্রতীকে আব্দুল্লাহ সরদার ১ ভোট এবং টিউবওয়েল প্রতীকে শেখ মাহফুজ শুণ্য ভোট পেয়েছেন।
ফলাফল ৩৫ ভোট পেয়ে মোঃ আব্দুল আজিজ বেসরকারি ভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও শাম্মী আক্তার সুমী মাইক প্রতীকে শায়েস্তাগঞ্জ, সদর ও লাখাই সংরক্ষিত আসনে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সর্বচ্চো সর্তকতায় নিয়োজিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পুলিশ, আনসার ও সাদাপোশাকে আইন শৃংখলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।