আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে গুজাখাইর বেতাপুর এলাকা থেকে নায়েব আলী (৩৭) নামের এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে। ধৃত নায়েব আলী আলী উপজেলার বেতাপুর গ্রামের মৃত নিম্বর আলীর ছেলে। এ সময় তার দেহ তল্লাশী করে ৩’শ গ্রাম গাজাঁ ও ৩২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ এর নিদের্শে এসআই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সদর ইউপির গুজাখাইর বেতাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ওই গ্রামের আছদ্দর আলীর বিল্ডিংয়ের পিছনে একটি টিন শেডের ঘরে হানা দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার মাদক সম্রাট নায়েব আলী পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৩’শ গ্রাম গাজাঁ যার বাজার মুল্য ৩ হাজার টাকা এবং ৩২ পিছ ইয়াবা ট্যাবলেট মুল্য ৯ হাজার ৬’ শ টাকা উদ্ধার করা হয়। ধৃত নায়েব আলী মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে এসআই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।