বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকা থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার কাছ থেকে ১০৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তি হুকুড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ কাছু মিয়া (৫২)।
মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, শনিবার ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাছু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ১০৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সে দীর্ঘদিন থেকে ব্যবসার সাথে জড়িত। এব্যাপারে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলার দায়েরের মাধ্যমে তাকে হস্থান্তর করা হয়।