বিশেষ প্রতিনিধি :
কনস্টেবল ও সহকারী উপপরিদর্শকদের দক্ষতা উন্নয়নের জন্য সপ্তাহব্যাপী তদন্ত সহায়ক কোর্সের উদ্বোধন করা হয়েছে। কোর্সে জেলার ৪০জন কনস্টেবল ও সহকারী উপপরিদর্শক অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার সকালে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ কার্যালয়ে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এসময় অংশগ্রহণকারীদেরকে যেকোন মামলার তদন্তের বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সাথে সুক্ষ ও অধিকতর তথ্য উপাত্ত সংগ্রহ এবং যাছাই কিভাবে সম্পন্ন করতে হয়, তার উপর বিশধ আলোচনা করা হয়। প্রশিক্ষণ কোর্স ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২০অক্টোবর পর্যন্ত চলবে।
ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মুঃ আব্দুল মমীন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মিজানুল হকসহ বিভিন্ন কর্মকতার্বৃন্দ।