বিশেষ প্রতিনিধি :
“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার উদ্যোগে আয়োজিত দিবসে ২৫জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়। সকালে নীমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদিকুর রহমান।
এসময় বক্তাগণ বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরাও আমাদের সমাজের উন্নয়নের একটি অংশ, তাদের মেধা মননশীলতাকে কাজে লাগিয়ে প্রযুক্তির নির্ভর বিশ্বে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী, মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী কমিশনার শোয়েব সাত-উল ইভানসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।