চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটের একমাত্র মানবিক ও সামাজিক সংঘটন কালিশিরী হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন এর ৩য় বর্ষ পুর্তি অনুষ্ঠিত হয়েছে।
( ১৪ অক্টোবর) শুক্রবার চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগান মাঠে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি এড. ইমরান আহমেদ এর সভাপতিত্বে সমাজ কল্যান সম্পাদক রিপন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরাজি,চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার শেখ ইউসুফ,পীরে কামেল মাওলানা মুজিবুর রহমান(শেখ সাব)প্রভাষক আঃ করিম,উপজেলা বিএনপির সেক্রেটারী এড.মীর সিরাজ,উপজেলা কৃষকলীগের আহবায়ক মুজিবুর রহমান,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, সমাজ সেবক শামসুল আলম ফুল মিয়া ও লিটন জমাদার প্রমুখ।
লাঞ্চ শেষে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক কাতার প্রবাসী মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া ও ইতালী প্রবাসী ইকবাল আহমেদ কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।