প্রেস বিজ্ঞপ্তি :
মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ দেশের বৃহৎ শিক্ষক সংগঠন
স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) হবিগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা শনিবার জহুর চান বিবি মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্বাশিপ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো.সুলতান আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হুসেন, সাবেক অধ্যক্ষ নাসির উদ্দীন, অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাশ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান চকদার, তথ্য ও গবেষণা সম্পাদক শামসুজ্জামান জুয়েল, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সুপার হাবীব আহমদ তালুকদার, ক্রীড়া সম্পাদক রণি গোয়ালা, প্রভাষক হুমায়ূন কবির, মো. জালাল মিয়া, সাইফুল ইসলাম, এনামুল হক প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্যের জেলা কমিটি এবং আগামী তিন মাসের মধ্যে ৯টি উপজেলা কমিটি গঠন করা।
জাতীয়করণসহ শিক্ষকদের অধিকার ও মর্যাদা আদায়ের লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শিক্ষকদের স্বাশিপের পতাকাতলে ঐক্য বদ্ধ হবার আহবান জানানো হয়েছে সভায়।