আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুরে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার ১৫ অক্টোবর সকাল ১০টায় নিজ বাড়ীর প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় মাধবপুর থানায় এসআই মোঃ বুলবুল ও এসআই শুভ দে এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে জানাজা নামাযে উপজেলা সহকারী বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক হাজী উলিউল্লা ,সহ এলাকায় প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গত শুক্রবার রাত্র ৯টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও ২ পুত্র ও ৯ মেয়ে রেখে যান। পরে হাড়িয়া গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।