নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডলের নেতৃত্বে ও জেলা পুলিশের উপস্থিতিতে ৬ নম্বর চুনারুঘাট সদর ইউপির ঘরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ আব্দুর রহিমকে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এ অভিযানে পঁয়তাল্লিশ হাজার ঘনফুট অবৈধ বালু, চার ড্রেজার মেশিন জব্দ করা হয়। এই অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল।