চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
চুনারঘাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সভাপতিত্ব করেছেন, সিদ্ধার্থ ভৌমিক উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিজয় সিংহ, গাজীপুর, রানীগাও, সাটিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বার সহ প্রমুখ।