সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে গভীর রাতে জুয়ারীকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।তখন জুয়ারি কাউকে পাওয়া যায়নি।
গত বুধবার ( ১২ অক্টোবর ) গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল হক কামাল এর নেতৃত্বে থানার সকল পুলিশ অফিসার ও একদল পুলিশ পিক-আপ গাড়ি বহর নিয়ে উপজেলার সদর শায়েস্তাগঞ্জ ইউনিয়নে কাশীপুর মোঃ সুরুজ আলী নেতৃত্বে দীর্ঘ দিন ধরে তাঁর বাড়িতে প্রতিদিন সারারাত মমবাতি বা চার্জার লাইট জ্বালিয়ে লক্ষাধিক টাকার জুয়ার আসর বসে শুনে বাড়ির চার পাশে ও ঘরে ভেতর ১ ঘন্টা তল্লাশী অভিযান চালিয়ে কোনো জুয়ারিকে ধরতে পাওয়া যায়নি ।
এলাকাবাসী সূত্রে জানা যায় , সুরুজআলী কোনো সময় তাঁর পুরান বাড়িতে বা নয়া বাড়িতে কয়েক জন বিভিন্ন স্থানে মুজুরী ভুক্ত পাহারাদার রেখে বড় ধরণের জুয়ার আসর বসায় এবং আবার কোনো সময় চুনারুঘাট থানার উবাহাটা , শানখলা ইউনিয়নের যে কোনো নিরব স্থানে থিরপাল তাঁবু টানিয়ে মমবাতি বা চার্জার লাইট জ্বালিয়ে জুয়ার আসর বসে। অথবা যে কোনো বাড়িতে বসে বলে অভিযোগ পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান উপজেলার সকল ইউনিয়ন ও পৌরশহরে বিভিন্ন জায়গায় অভিযান সব সময় অব্যাহত থাকবে ।