মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নুরুল হক (৪০) নামে ৪বছরের এক সাজাপ্রাপ্ত পালাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়ড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানাযায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারার মামলায় ৪ বছরের সাজা ও অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা হলে সে ১২ বছর পালাতক ছিল। মাধবপুর থানার এস,আই রঞ্জন কুমার ভৌমিক গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাত ৯টায় উপজেলার জগদীশপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী নুরুল হক কে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামী দীর্ঘদিন পলাতক ছিল। তাকে আজ (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।