সৈয়দ সালিক আহমেদ :
রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষে হবিগঞ্জ ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়। তবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১টি কেবিন সংরক্ষিত থাকবে।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
জেলা প্রশাসক জানান, হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় রোগীদের জন্য অত্যান্ত সুসজ্জিত ও শীতাতপ নিয়ন্ত্রিত ১২টি কেবিন চালু করা হয়েছে।
প্রতি কেবিনে ১টি করে এলইডি টিভি, উন্নত মানের চেয়ার টেবিলসহ বিভিন্ন ধরণের ফার্নিচার থাকবে। প্রতি রাত কেবিন ভাড়া এক হাজার টাকা, তবে তিন দিনের ভাড়া একসাথে অগ্রিম প্রদান করতে হবে। এখানে একটি কেবিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, তত্ত্বাধায়ক ডাঃ আমিনুল হক সরকার, সহকারী কমিশনার মঈন খান এলিস প্রমুখ।