নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাউছ মিয়া (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাউছ মিয়া ওই গ্রামের মৃত আলীর ছেলের।
স্থানীয়রা জানান, সকালে তাউস মিয়া বাড়ি থেকে মাছ ধরার জন্য হাওরে যান। এরপর হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাউসকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখান থেকে বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে।