এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ এমপি অডিটোরিয়ামে মাও আব্দুল জাহির সভাপতিত্বে মাও আব্দুল কাইয়ুম তরফদার পরিচালনায়
প্রধান উপস্হিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু,উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহাল দার,আহলে সুন্নতের কেন্দ্রীয় নেতা মাও গোলাম রাব্বানী,পৌর মেয়র সাইফুল আলম রুবেল।
উপজেলা আহলে সুন্নাতুআল জামাতের উদ্যোগে
প্রতি বছরের মতো এবারও উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বের করা হয়েছে।
রোববার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়।র্যালিটি উপজেলা শেষে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ভিতরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ এমপি অডিটোরিয়ামে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।
জশনে জুলুসের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন রেজভীগণ।
জশনে জুলুসের প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে স্লোগানে পৌর শহরের রাজপথ মুখরিত করে তোলে। জুলুস শেষে মুসলিম জনতা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ এমপি অডিটোরিয়ামের শান্তি মহাসমাবেশে মিলিত হয়।