সৌরভ শীল, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নম্বর ওয়ার্ড) বড়াইল গ্রামে ডাঃ কালীপদ আচার্যের বাসভবনে শ্রীশ্রী দুর্গা মন্দিরে অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা।
গত (১ অক্টোবর) শনিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার (৫ অক্টোবর) মহাবিজয়া দশমীর মাধ্যমে এই পূজা সমাপন হয়।
পূজায় প্রতিদিন ভোরে বাল্যভোগ, দুপুর ভোগরাগ,সন্ধ্যায় সন্ধ্যারতি, চন্ডীপাঠ, পদকীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। এই পূজায় আগত ভক্তবৃন্দের সমাগম ঘটে।