বিশেষ প্রতিনিধি :
শারদীয় দূর্গপুজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ হবিগঞ্জ জেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি আইনশৃংখলা বিষয়ে পুলিশের বিভিন্ন কর্মকতার্ ও পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গতকাল মঙ্গলবার তিনি জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ সদর ও পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, আমি বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছি, কোথাও কোন বিশৃংখলা সৃষ্টি হয় নাই, অত্যান্ত শান্তিপুর্ণভাবে পুজার বিভিন্ন কার্যক্রম চলছে। সামগ্রীর নিরাপত্তার বিষয়ে আইন শৃংখলা বাহিনী অত্যান্ত সর্তক অবস্থানে আছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা. আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ অজয় চন্দ্র দেব প্রমুখ।