আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩শত রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ডক্টরস এসোসিয়েশন।
(৩ অক্টোম্বর)সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়শ্রী গ্রামে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।পুজা কমিটির সভাপতি জিতেন কুমার সিংহ,মিলন কুমার সিংহ জ্যোতি ও যাদব কুমার সিংহ সার্বিক সহযোগীতায় মেডিকেল ক্যাম্পের ত্বাবধানে ছিলেন-সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ পরেশ সিংহ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আশুতোষ সিংহ,শেখ হাসিনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডাঃ স্বপন কুমার সিংহ,রাগীব রাবেয়া মেডিকেল কলেজের গাইনী বিভাগীয় প্রধান ডাঃ নমিতা রানী সিংহা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ শরদিন্দু কান্দি সিংহ,উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মানস কান্তি সিংহ,ডাঃ পার্থ সারথি সিংহ,ডাঃসিধু সিংহ,ডাঃ কনক কান্তি সিংহ,ডাঃসানন্দা সিংহ,ডাঃ লিংকন সিংহ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আব্দুল জাহির মিয়া ও সাংবাদিক জিলানী আখনজি প্রমুখ।
পরে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দদের ফুলদিয়ে বরণ ও উপহার তুলে দেন বিষ্ণুপ্রিয়া বিশগাঁও মনিপুরী সম্প্রদায়।