নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইতোমধ্যে হবিগঞ্জের মণ্ডপগুলোতে পূজার সবধরণের প্রস্তুতি সম্পন্ন শেষ হয়েছে।
শনিবার মহা ষষ্ঠী উৎসবের মধ্যদিয়ে ৫দিনব্যাপী দুর্গাপুজা উৎসব শুরু হচ্ছে। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই নানান আয়োজনে চলবে পূজা উৎসব। দশমীর দিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকা ঘুরে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে হবিগঞ্জের মণ্ডপে মণ্ডপে পূজার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিন শেষে শনিবার মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা।
শুক্রবার হবিগঞ্জের বেশ কয়েটি মন্দিরে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরি ও প্রতিমার শরীরে কাপড় পরানোর কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমাকে শেষবারের জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন তারা। মন্দিরের চারপাশও সাজানো হয়েছে বাহারি নকশায়। মন্দিরের প্রধান গেটসহ অন্যান্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে।
এদিকে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য কাজ করছে আইশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েটি টিম।
হবিগঞ্জ স্পেশাল ব্রাঞ্চের এ এস আই আলী বলেন, পূজার নিরাপত্তায় হবিগঞ্জে সাড়ে ৭শ জন পুলিশ থাকবে, ৩ হাজার ৬শ আনসার সদস্য কাজ করবে। প্রতিটি উপজেলায় ২ জন করে ম্যাজিস্ট্রেট চাহিদা দেয়া হয়েছে। এখন জেলা প্রশাসক কয়জন দিবেন সেটার অপেক্ষায় আছি। এছাড়াও র্যাব, বিজিবির সদস্যরাও মাঠে কাজ করবে।