লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী সহ ২ জন আসামী কে গ্রেপ্তার করেছে।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর)দিবাগত রাতে এস আই মোঃ শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার স্বজনগ্রামের(গাজীপুর হাটি) মৃত মাজু মিয়ার স্ত্রী খোদেজা বেগম(৫০) কে এবং অপর এক অভিযানে এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সন্তোষপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে হুকুম আলী কে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে।
শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর) আটক-২ আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয় লাখাই থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।