স্টাফ রিপোর্টার :
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে হবিগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভা বৃহস্পতিবার বিকেলে পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল কবির।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী ও সদস্য অ্যাডভোকেট ওলিউল্লাহ সারোয়ার সৌরভ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সদস্য মোঃ জাহির মিয়া, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আব্দুল গফফার মিলাদ, লাখাই উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
বর্ধিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহ দরাজ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন পিন্টু আচার্য্য।