মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মূলা জাতের ফসল কেটিক্স ৭২৬ উৎপাদনের আধুনিক কলাকৌশল ও কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনতলা তেমুনিয়া মাঠে এ আর মালিক সিডস এর আয়োজনে মাঠ দিবসের সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বহরা ইউ/পি চেয়ারম্যান আলাউদ্দিন।
বিশেষ অথিতির বক্তব রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আজহার মাহমুদ, চিপ অফ বিসনেস এফয়েরনেস্ এটিএম মঞ্জুরুল হাসান,এ আর মালিক সিডস এর হেড অফ সেলস শহীদুল আলম প্রমুখ।