নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, মোঃ মুখলিছ মিয়া।
এছাড়া সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মাঈনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বিলাল আহমেদ, অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজামান মাসুক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, উপজেলা এলজিইডির সহকারি প্রকৌশলী এমদাদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সজিব, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।
সভায় এমপি আবু জাহির উপজেলার চিহৃত জুয়াড়ি, মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনাদেন।
এছাড়াও শারদীয় দূর্গাপুজা যাতে নির্বিঘ্নে সনাতন ধর্মালম্বিরা উদযাপন করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখার পরার্মশ দেন তিনি।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো সচেতন হওয়ার আহব্বান জানান এমপি আবু জাহির।
এছাড়াও একই দিন উপজেলা সামাজিক সম্প্রতি সমাবেশ, উপজেলা সমন্বয় সভা ও বিশ্ব পর্যটন দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।