বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে মোটরসাইকেল চোরের উপদ্রুব বেড়ে যাওয়ায় জনসাধারণের মাঝে আতংক দেখা দিয়েছে। গতকাল রাতে মোহনপুর এলাকা থেকে সংবদ্ধ মোটরসাইকেল চোর একটি সুজুকী জিক্সার গাড়ী চুরি করে নিয়ে যায়।
জানা যায়, রাত সাড়ে ১১টায় দিকে মোহনপুর এলাকার জাকির হোসেনের বাসার ভাড়াটিয়া আহিম উদ্দিন তার ব্যবহৃত মোটরসাইকেলটি রুমের পাশে রেখে ভিতরে যান। কিছুক্ষণ পর তিনি বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নাই। পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, মাথায় ক্যাপ পরা একটি ছেলে গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।
এদিকে গত সপ্তাহে জেলা প্রশাসকের নীমতলা এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করলে গাড়ী রেখে চোর পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, শহীদ মিনারকে কেন্দ্র করে কিছু বখাটে ছেলে মোবাইলে গেম খেলার নামে আড্ডা দেয়, সুযোগ বুঝে বিভিন্ন মানুষের মালামাল নিয়ে পালিয়ে যায়। তারা এই এলাকায় পুলিশের নজরদারী বৃদ্ধির দাবি জানান।