আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সনাতন ধর্মাবলম্বী দুহাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন, সোমবার সৈয়দ মোঃ ফয়সল পক্ষে মাধবপুর পৌর শহর ও ১১টি ইউনিয়নের ২হাজার সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উপহার সামগ্রী প্যাকেটে রয়েছে ৫কেজি চাউল,২ প্যাকেট আটা, লবণ ১কেজি,তৈল ১লিটার,মসরী ডাল ১কেজি, প্রতিবছরই দূর্গাপূজা উপলক্ষে সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন।