আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ সেপ্টেম্বর)সকাল ১১টায় অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের সঞ্চালনায় থানা প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দেব,উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া,আহাদ মিয়া,আরফান উদ্দিন,আনোয়ার হোসেন,এরশাদ আলী,সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ নুরুল ইসলাম,শাহ সুমন প্রমুখ।সভায় বক্তারা বলেন,বানিয়াচংয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভালো আছে,বিচলিত হওয়ার কোন কারণ নেই।সকল প্রকার আইনী সহায়তার মাধ্যমে আসন্ন দুর্গাপূজা উৎযাপন করা হবে।
যদি পূজোয় কোন মহল থেকে উস্কানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করা হয়,তবে কঠোর হস্তে দমন করা হবে বলেও বক্তারা হুশিয়ারী প্রদান করেন।