আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট শালিস বিচারক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাউসা ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণ পদক প্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান সকলের পরিচিত মূখ আলহাজ্ব আব্দুল হাই আর নেই (ইন্নালিল্লাহি—- রাজিউন)।
বৃস্পতিবার সকাল ৭ ঘটিকায় ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এর আগে তিনি ৭ই সেপ্টেম্বর নিজ বাসায় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুর কূলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর নবীগঞ্জ পৌছলে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তিনি এক সময় নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে বিএনপি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।
এছাড়া এই বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল হাই নবীগঞ্জ পৌরসভার ১ম নির্বাচনে অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন। তিনি উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে বড় ধরনের সংঘাত, সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় সৃষ্ট সালিশ বিচারে অংশ নিয়ে বিচক্ষনতার সহিত দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রাখেন।
মরহুমের ১ম জানাজার নামাজ সকাল ১১ টায় চৌধুরী বাজার ধুলচাতল তাজিয়া মুবাশিরিয়া মাদ্রাসা মাঠে, ২য় জানাজা বেলা ২ ঘটিকায় নবীগঞ্জ জেকে হাই স্কুল মাঠে এবং ৩য় জানাজা মরহুমের গ্রামের বাড়ি বদরদী মাঠে অনুষ্টিত হইবে। ব্যক্তিগত জীবনে স্ত্রী, ৬ কন্যা ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।