বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ ২৫০শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক উৎসব কর্মকার, হুরগাও গ্রামের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে জমিতে পানি সেচ দেয়া নিয়ে একই গ্রামের আব্দুল কাইয়ুম ও শাহ আলম মিয়ার লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এনিয়ে থানায় কোন মামলা হয়নি, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য ইউপি সদস্য চেষ্টা করছেন।
আহতদের মধ্যে বাছির মিয়া, হুসেন মিয়া, রিপন মিয়া, ইউছুফ আলী, বাহার উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুস শহিদ, হাসন আলি, জসিম উদ্দিনসহ আরো কয়েকজন।