বিশেষ প্রতিনিধি :
সারা দেশের ৬৪টি জেলার মধ্যে হবিগঞ্জ জেলা নিরাপদ ও স্বাভাবিক প্রাতিষ্ঠানিক ডেলিভারীর ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রয়েছে।
এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে নোয়াখালী জেলা। হবিগঞ্জে স্বাভাবিক প্রাতিষ্ঠানিক ডেলিভারী সেবা বৃদ্ধি পাওয়াতে হাওর বেষ্টিত এই জেলায় মা ও নবজাতকের মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। তবে পরিবার পরিকল্পনা বিভাগ বলছে সকলে আন্তরিক সহযোগীতায় তারা অচিরেই দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করার লক্ষে মাঠ পর্যায়ে কাজ করেছে।
জেলায় ৭৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, তার মধ্যে ৩৮টি সেন্টারে ২৪ঘন্টা ৭দিন স্বাভাবিক ডেলিভারী সেবা প্রদান করা হয়। অন্য প্রতিষ্ঠান গুলোতে সেবাদানকারীর স্বল্পতার কারণে ২৪ঘন্টা সেবা প্রদান করা সম্ভব হচ্ছেনা।
এতথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মীর সাজেদুর রহমান।
তিনি বলেন, গতমাসে আমরা ৬৪ জেলার মধ্যে হবিগঞ্জ জেলা নিরাপদ প্রসব সেবায় ষষ্ঠ হয়েছি। তাছাড়া সারা দেশে সাড়ে ৪হাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রতি মাসে স্বাভাবিক প্রসব সেবায় শীর্ষ ১০সেবাদানকারী প্রতিষ্ঠান নিধার্রণ করা হয়। এরমধ্যে হবিগঞ্জ জেলার ২থেকে ৩টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত থাকে। আমরা ইতিমধ্যে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মিটিং করেছি, যাতে করে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পারি। সেই লক্ষে আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমরা চাই এই জেলার একজন মা ও নবজাতক যেন বিনা চিকিৎসায় ডেলিভারী জটিলতা নিয়ে মারা না যায়।