বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যাক্তিদেরকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন আতাউর রহমান (৪০), আরজু মিয়া (৩৫), প্রদেশ ঘোষ (২৫), আককাস আলী (৪৫), দিলু মিয়া (৩৫), জামসেদ আলী (৩২), জসিম উদ্দিন (৩৬), তাহের আলী (৫০), দুবন মিয়া (৫৫)।
আটক ব্যক্তিদের প্রত্যেকের কাছ থেকে ৩০গ্রাম করে গাজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক কাজী হাবিবুর রহমান। তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আলউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আতাউর রহমান ও আরজু মিয়াকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা এবং অন্য ৭জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়।