স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ওলামা দল সভাপতি ক্বারী মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিন নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ হাজী এনামুল হক। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ হিল কাফি, মাওলানা কুতুব উদ্দিন, হাফেজ মাওলানা আবু মুছা, মাওলানা নোমান কবির, মৌলভী নুরুল হক, হাফেজ বশির, হাফেজ জামাল, মাওলানা জাকারিয়া, মাওলানা আবুল কাশেম প্রমুখ।