স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ জেলা কারাগারে মাদক ও চোরাচালান বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
জেল সুপার মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে কারাগারের আসামীদেরকে মাদক ও চোরাচালানবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয়ে নিজেদের জীবনকে আলোর পথে এনে সুন্দর সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন জেলা প্রশাসক।