স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি জানান, অভিযানকালে পইল রোড এলাকার খোদেজা ফার্মেসিতে বেশিরভাগ ঔষধের মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এসময় ফার্মেসী মালিক নিজের দোষ স্বীকার করে নেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকায় অতিরিক্ত দাম রাখায় সানু মিয়া ও রেনু মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে পুলিশ।