বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে দিনব্যাপী ভোটার হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মোঃশরীফ উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৬৬ জন শিক্ষক শিক্ষীকাবৃন্দ অংশ গ্রহন করেছেন।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ১ লা জানুয়ারী ২০০৭ সালে যাদের জন্ম হয়েছে তাদের এই ভোটার হালনাগাদের আওতায় নেয়া হবে। ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য ৫৪ জন তথ্য সংগ্রহকারীএবং ১২ জন সুপারভাইজার প্রশিক্ষণ নিচ্ছেন।