এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।
উপজেলা পরিষদের আয়োজনে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলার প্রায় এক হাজার নারী পুরুষদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর সকলের প্রতি সর্বস্ব দিয়ে সহযোগিতা করার আশ্বস্ত করেন।তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনায় দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটছে।আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে সাথে থাকুন। উন্নয়ন তরান্বিত করতে সহযোগিতা করুন।
এসময় উপস্থিত ছিলেন ২নং আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ চন্দ্র পাল সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ উপকার ভেগীগণ।