নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল।
সভায় বক্তব্য রাখেন ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত রঞ্জন রায় দুলু, সাধারন সম্পাদক সুমন চন্দ্র দেব, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর রায়, উপজেলা হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত দাশ মন্টু, সাধারন সম্পাদক শংকর দেব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, কল্যান বিশ্বাস, অসিত রঞ্জন রায়,সেন্টু রায়, সুমন চন্দ্র দেব প্রমুখ।