আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট থেকেঃ
চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় বটকা মদসহ সঞ্জয় ভট্রাচার্য্য ও দুর্জয় দাশ নামে ২ জন কে আটক করা হয়েছে।
(১৯ সেপ্টেম্বর) সোমবার রাতে ৩০ বোতল বটকা মদসহ দুই জনকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ব্রিজের কাছ থেকে ৩০ বোতল বটকা মদসহ দুইজন মাদক কারবারি কে আটক করে। এসম নুরুল ইসলাম নামে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা সঞ্জয় ভট্টাচার্য্য (৩০)পিতা: ভুপেন্দ্র গ্রাম: গোপিনাথ পুর চিরাকান্দি,হবিগঞ্জ এবং দুর্জয় দাশ (৩৫)পিতা: মৃত রঞ্জন দাস। তারা দুইজন একই এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া আসামি নুরুল ইসলাম, পিতা সিকির মিয়া,গ্রাম টেকারঘাট, চুনারুঘাট।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।