নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকায় খোয়াই নদীতে ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
রাজস্ব কর্মসূচির অর্থায়নে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, থানার ওসি মোঃ নাজমুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা।
উপস্থিত ছিলেন- ডা. বিশ্বজিৎ রায়, মৎস্য খামার ব্যবস্থাপক অশোক কুমার দাশ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, শংকর রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছকির মিয়া, যুবলীগ নেতা শাকিল ওয়াহিদ, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ ই আর ইকবাল, সাধারণ সম্পাদক সামিউর রহমান জনি প্রমুখ।