কাজী মাহমুদুল হক সুজন :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: আবু ইউসুফ ফকির এবং সহকারী পরিচালক (হাসপাতাল শাখা) ডা: মাহমুদুর রহমান।
সোমবার দুপুরে তারা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পরিদর্শন করে ভর্তিকৃত রুগিদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলেসুর রহমান উজ্জ্বল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মোজাম্মেল হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা হক,জুনিয়র কনসালটেন্টবৃন্দ মেডিকেল অফিসার বৃন্দসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে ডাঃ ইউসুফ ফকির এবং ডাঃ মাহমুদুর রহমান হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্টি প্রকাশ করে চিকিৎসা ব্যবস্থার আরোও উন্নতি করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকল চিকিৎসকদের নির্দেশ প্রদান করেন।