বিশেষ প্রতিনিধি :
আসন্ন জেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রাথী মোঃ শাহিন আহমেদ।
অন্যদিকে সাধারণ সদস্য পদে ৩১জন মনোনয়নপত্র দাখিল করলেও ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থী ২নং ওয়ার্ডের মোঃ আশিক মিয়া। এই ওয়ার্ডে মোট ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল ছিল মনোনয়ন বাছাইয়ের শেষ দিন।
জেলা নিবার্চন কর্মকর্তা জানান, চেয়ারম্যান পদে শাহিন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি মনোনয়ন দাখিল এবং বাছাইয়ের দিনে স্বশরীরে উপস্থিত ছিলেন না। যার কারণে তার স্বাক্ষরের সত্যতা যাচাই করা সম্ভব হয় নাই। অপরদিকে ঋণ খেলাপির দায়ে সাধারণ সদস্য পদে মোঃ আশিক মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে, তবে বাতিলকৃত প্রার্থীরা আগামী ৩দিনের মধ্যে আপিল করতে পারবেন।