বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ও চৌমুহনী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্ত্বে ও র্যাব-৯ এর সহায়তায় বন্য পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়।
এসময় একটি ডাহুক পাখি, একটি কুড়া পাখি, একটি সরালি হাস, চারটি ঘুঘুসহ বেশ কিছূু পাখির ধরার ফাঁদ, খাচাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, অভিযানে বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন প্রজাতির পাখি ও ফাদ উদ্ধার করা হয়।
তাছাড়া চৌমুহনী ইউপির কমলপুর গ্রামে বিষটোপ দিয়ে শিকারী চক্রের সদস্য কিসমত মিয়া, রানা মিয়া ও শান্ত মিয়া অভিযানকারীদের কাছে আত্বসমর্পন এবং ভবিষ্যতে এসকল কাজ করবেনা বলে অঙ্গীকার করে। এজন্য বন্য প্রানী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয় নাই।