নিজস্ব প্রতিবেদক :
আজমিরীগঞ্জে চোরাই গরুসহ দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে নয়ানগর এলাকায় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চোরাই গরু উদ্ধার করা হয়।
এ সময় উপজেলার নবীনগর গ্রামের জামাল মিয়ার ছেলে আলী ওসমান (২৪) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার কদমশ্রী গ্রামের কামাল মিয়ার ছেলে ইমরান মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
গরুর মালিক আজমিরীগঞ্জের আজিমনগর গ্রামের ইফতে খায়রুল কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।