স্টাফ রিপোর্টারঃ
চুনারুঘাটে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে শনিবার দিবাগত ভোর রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চুনারুঘাট থানার একদল পুলিশ। এসময় ৬০ পিছ ইয়াবাসহ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ফুল মিয়া এবং জাহির আলীর মেয়ে ঝুনা আক্তারকে আটক করা হয়।
আটককৃত ফুল মিয়া শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ এর সত্যতা নিশ্চিত করেন।