আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ জুয়ারীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।এ সময় আরো ১৩ জন সহযোগী পালিয়ে যায়।পুলিশ তাদের স্বাকারোক্তি নিয়ে মামলা দায়ের করেছে।
(১৭ সেপ্টেম্বর) শনিবার রাতে উপজেলার সাদ্দাম বাজারের সাদ্দামের ঠিলায় অভিযান চালায় চুনারুঘাট থানার এসআই খুরশেদ আলম ও অজিদ তালুকদার।
এ সময় অভিযান চালিয়ে গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার (হাপ্টার হাওর)এলাকার মহরম আলীর পুত্র আবজল মিয়া ও খুরশেদ মিয়ার পুত্র মাসুক মিয়া কে আটক করেন।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ বলেন,জোয়ারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।