লাখাই প্রতিনিধি :
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় গ্রামীন সমীক্ষার মাধ্যমে কৃষক গ্রুপ গঠন সমাবেশ অনুষ্টিত হয়েছে ।
উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের সিংহগ্রামের গিয়াস উদ্দীন চৌধুরী বাড়ীতে কৃষক গ্রুপ গঠন কল্পে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ বাহার উদ্দীন।
উপ সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার। আলোচনায় অংশ নেন এসএপিপিও জ্যোতিলাল গোপ,উপসহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য, সাংবাদিক বিল্লাল আহমেদ,আব্দুল কুদ্দুছ,ছায়েদুর রহমান,মহি উদ্দীন চৌধুরী,আলহাজ্ব ফরিদ উদ্দীন,জনব আলী,গিয়াস উদ্দীন চৌধুরী,রুবেল আহমেদ প্রমুখ।
কৃষকদের প্রকল্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয় । প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি প্রদান,প্রশিক্ষণ , উদ্বুদ্ধকরণ ভ্রমনের মাধ্যমে এমনকি বিদেশে গমনের সুযোগ রয়েছে বিধায় কৃষকদের সুষ্ঠভাবে প্রদর্শনী বাস্তবায়ন করার বিষয়ে কৃষকদের গুরুত্বারোপ করা হয়।উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আরো বেশী কাজ করতে হবে।কোন জমি যাতে পতিত না থাকে সে দিকে লক্ষ্যে কাজ করতে হবে।