আব্দুর রাজ্জাক রাজুঃ
চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ ২ জন ও অন্য এক অভিজানে ৬০ পিচ ইয়াবা সহ এক মহিলা মাদক কারবারি সহ ৩জন কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
(১৭ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ঘাটাশাল এলাকা থেকে ১০ কেজি গাঁজাহস দুইজন কে আটক করা হয়েছে।এস আই হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে।
আটক কৃতরা হলো বিশ্বনাথ সাওতাল (৪৫) পিতা মৃত হবিভক্ত সাওতাল। মাখন সাওতাল (৩৫) পিতা কৃষ্ণভক্ত।
এদিকেনঅন্য এক অভিযানে চুনারুঘাটের পূর্ব উবাহাটা গ্রাম থেকে জাহির আলীর মেয়ে মাদক সম্রাজ্ঞীর ঝুনা আক্তারকে ৬০ পিচ ইয়াবাসহ নিজ বসত ঘর থেকে আটক করে পুলিশ ।আটককৃত ঝুনা আক্তারের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে সে চুনারুঘাট উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি।